বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের বোর্ড সভা অনুষ্ঠিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের ৯ম ট্রাস্টি বোর্ডের ৩য় বোর্ড সভা বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় ব্যানবেইসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন ।

Post MIddle

ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু সভায় ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সর্বমোট ১০,৯১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর আবেদনের বিপরীতে ১৭০ কোটি টাকার বাজেট উপস্থাপন করলে বোর্ড উক্ত টাকার অনুমোদন প্রদান করে । কল্যাণ ট্রাস্টের ইতিহাসে একক কোন বোর্ড সভায় এটাই সর্বোচ্চ বরাদ্দ। সভায় মাউশি’র মহাপরিচালক প্রফেসর শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, কারিগর শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস সহ বোর্ডের ২১ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন।

ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হাসপাতালে বসেই বোর্ড সভার কাগজপত্র প্রস্তুত করেন। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব কে কয়েক হাজার স্বাক্ষর করতে হয়েছে। তাঁর অসুস্থতার জন্য মিটিং পিছিয়ে দেয়ার জন্য বলা হলেও অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু অসহায় শিক্ষকদের কথা বিবেচনা করে সভাটি পেছাতে দেননি।##

পছন্দের আরো পোস্ট