প্রমোশন

ইংলিশে কাঁচা তুমি
ইউ আর এ ব্যাড বয়
ম্যাথ খুবি দরকারি
ভাল করে শেখা চাই।
আরবীটা না শিখিলে
মুসলিম তুমি নও
শিখতে হবে তোমায়
ভাল করে আঁকাটাও ।

 

Post MIddle

উনিশের নামতা
যদি তুমি না পারো
এসি ডিসি বিদ্যুৎ এর
ব্যবধান না জানো
বাবরের পিতা কে
মেমরিতে না রাখো
গ্রহ তারা আছে কত
সে হিসাব না জানো

 

তবে তুমি জেনে রাখো
ইউ আর এ ব্যাড বয়
ওয়ান থেকে টু ক্লাসে
তব প্রমোশন নয় ।

পছন্দের আরো পোস্ট