ঢাবি সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আলমগীর হোসেন চ্যাম্পিয়ন হয়েছেন এবং মো: রেজাউল ইসলাম ও মো: সাইদুল ইসলাম যৌথভাবে রানার আপ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
অপরাহ্নে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেনসহ হলের আবাসিক শিক্ষক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।##