ঢাবিতে অগ্নি-নির্বাপণ বিষয়ক গোলটেবিল বৈঠক
ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “Fire Hazards in Urban Areas : Challenges & Way Forward” শীর্ষক এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।##