খুবিতে আন্ত:ডিসিপ্লিন টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা শুরু
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আন্ত:ডিসিপ্লিন-টি২০ ক্রিকেট প্রতিযোগিতা’১৭ শুরু হয়েছে। সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রেজারার খান আতিয়ার রহমান।
প্রধান অতিথি তাঁর উদ্বোধনী ভাষণে খেলাধূলার গুরুত্ব তুলে ধরে বলেন জয় পরাজয় বড় কথা নয়, সবাইর লক্ষ্য থাকবে জয়ের দিকে এগিয়ে যাওয়ার। তিনি বলেন শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে হবে না, এক্সট্রা কারিকুলা দক্ষতা অর্জন করতে হবে। একজন খেলোয়াড় নৈপূণ্যতা দেখিয়ে দেশের ভার্বমূর্তি উজ্জ্বল করতে পারে।
তিনি আরও বলেন শুধু লেখাপড়া নয় খেলাধূলা, শিল্প, সাহিত্য, সংগীতসহ সবজায়গায় তোমাদের বিচরণ দেখতে চাই এবং তোমাদের নেতৃত্বে বিশবিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এই আশা করি। তিনি এই প্রতিযোগিতায় সবাইকে খেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শনের আহবান জানান।
স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শরীফ হাসান লিমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ##