
বেরোবিসাসের মোনাজাত উদ্দিন পদক ঘোষণা
চারণ সাংবাদিক মেনাজাত উদ্দিনের নামে ‘মোনাজাত উদ্দিন’ পদক ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরুস্কার প্রতি বছর বেরোবিসাসের সদস্যদের মধ্যে একজনকে দেওয়া হবে।
বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরীয়ায় মোনাজাত উদ্দিন স্মরণ সভায় এ সাংবাদিক সমিতির সভাপতি তপন কুমার রায়এ ঘোষণা দেন।
সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওযাদুদ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ড. নজরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি এইচ এম নুৃর আলম, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশ্বের আহমেদসহ সমিতির অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
এ স্মরণ সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সমিতি সাবেক সাধারণ সম্পাদক, কার্য্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।