তোমায় খুঁজে আমি ক্লান্ত রোজ

বুঝলাম,
তুমি ও তোমার সময় অনেক দামী,
তাই বলে আমার খবর নেবে না!
এই আমার কেমন তুমি!
তোমায় খুঁজে আমি ক্লান্ত রোজ,
তোমার পথে অনেকদূর চলে এসে
আমি আজ নিজেই নিখোঁজ।

Post MIddle

হঠাৎ ধুলোয় পা আটকায়।
বিষণ্ণ আমি থমকে দাঁড়াই ,
তোমায় ভেবে মন পোড়ায়।
মন পুড়ে হলো ছাঁই ঝরলো দু’টি আঁখি
তপ্ত ধুলোয় মরেই গেলো অবশেষে ছোট্ট প্রাণপাখী।

 

পলি শাহীনা

পছন্দের আরো পোস্ট