সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে জেলা শিক্ষা অফিসার (অতিঃ দায়িত্ব) ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

Post MIddle

এসময় তিনি বলেন, ‘প্রতিটি মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। একজন দক্ষ ক্রীড়াবিদ দেশের সম্পদ। ক্রীড়াবিদরাই একটি জাতিকে বিশ্বের দরবারে সুপরিচিত করতে পারে। তিনি আরো বলেন, জয় পরাজয় নয়, সকলে মিলে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার একে অপরের সঙ্গে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে চলবেনা। শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের দক্ষতা বাড়াতে হবে। সরকার নারী শিক্ষার উপর জোর দিয়েছে। তাই তোমাদের এই ডিজিটাল যুগে যুগপযোগী শিক্ষা গ্রহন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রঞ্জনা ম-ল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সমরেশ কুমার দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) মায়া রাণী নাথ, সহকারি প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) বেগম রোজিনা খাতুন, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সহকারি শিক্ষিকা বেগম উম্মে হাবিবা, সহকারি শিক্ষিকা বেগম রীনা রাণী নন্দী, সহকারি শিক্ষক আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট