রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইনের হুসাইন মিঠ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ ইব্রাহিম খলিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), সহসভাপতি-২ প্রদীপ দাস (এনটিভি অনলাইন), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান (সংবাদ প্রতিদিন), কোষাধ্যক্ষ শিহাবুল ইসলাম (দৈনিক করতোয়া)।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহফুজ মুন্না (দৈনিক রাজবার্তা), সহসাংগঠনিক সম্পাদক ইয়াজিম ইসলাম পলাশ (দৈনিক কালের খবর), দফতর সম্পাদক মর্তুজা নুর (উত্তরা প্রতিদিন), প্রচার সম্পাদক আহমেদ ফরিদ (আলোকিত সময়), সহপ্রচার সম্পাদক মমিনুল ইসলাম (ভয়েজ অফ বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম (দৈনিক সংবাদ), সহক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ (ওয়ান নিউজবিডি) সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধরা মাধুরী (ঢাকা ট্রিবিউন), সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন (বাংলা টপ নিউজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউনুস হৃদয় (দৈনিক রাজশাহী), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাইসা জান্নাত (ভোরের কাগজ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল মুমু (সোনালী নিউজ), কার্যনির্বাহী সদস্য খুর্শিদ রাজীব, আরাফাত রাহমান, হারুণ অর রশিদ ও রিজভী আহমেদ।
এদিকে রাবি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, রাবি উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ কর্মকর্তা, রুয়েট উপাচার্য, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, উদীচী রাবি সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, ইতিহাস চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।##