ঢাবি নাটমন্ডলে ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’ নাটকের উদ্বোধন কাল
ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’ শীর্ষক নতুন নাটকের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি ) সন্ধ্যা ৬টায় নাট-মন্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান এবং লেখক ও মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী। নাটক মঞ্চায়ন করা হবে সন্ধ্যা ৭টায়।
নাট-মন্ডল মিলনায়তনে আয়োজিত এই নাটকের প্রেস শো অনুষ্ঠিত হচ্ছে। ##