ঢাবিতে ব্যাডমিন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলোর মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার রাতে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়। ‘প্রভাত ফেরী’র উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রভাত ফেরী এবং রানার আপ হয় ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি।#
আরএইচ