
ঢাবিতে কাজী শহীদুল্লাহ লেকচার হল উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ১৫ জানুয়ারি ২০১৭ রবিবার অধ্যাপক কাজী শহীদুল্লাহ লেকচার হল উদ্বোধন করেন। কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলা অনুষদের প্রাক্তন ডিন অধ্যপক কাজী শহীদুল্লাহর নামে কলা ভবনের ১০২২ নং কক্ষটির নামকরণ করা হয়েছে। এই কক্ষ সুসজ্জিত ও আধুনিকায়নের জন্য অধ্যাপক কাজী শহীদুল্লাহ আর্থিক অনুদান প্রদান করেন।#
আরএইচ