খুবি আন্তঃ ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের চতুর্থ আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় ছেলেদের মধ্যকার ফাইনাল খেলায় পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন এবং মেয়েদের খেলায় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়েছে। ১৫ জানুয়ারি রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে মেয়ে ও ছেলেদের পৃথক দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেয়েদের খেলায় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন ২-১ সেটে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করে এবং ছেলেদের ফাইনাল খেলায় পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ২-০ সেটে রসায়নবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

Post MIddle

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ-উল্লাসে দু’টি ডিসিপ্লিনের ফাইনাল খেলাটি হয়ে ওঠে উপভোগ্য। খেলার মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য ছিলো মানসম্পন্ন। খেলায় নজর কাড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য ছেলেদের মধ্যে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের আবুল খায়ের বেষ্ট প্লেয়ার অব দি টুর্ণামেন্ট ও একই ডিসিপ্লিনের সৌরভ হালদার বেষ্ট প্লেয়ার অব দি ফাইনাল গৌরব অর্জন করে। মেয়েদের মধ্যে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শাহারিয়া শারমিন বেষ্ট প্লেয়ার অব দি টুর্ণামেন্ট ও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের রাশমিয়া সুলতানা বেষ্ট প্লেয়ার অব দি ফাইনাল হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি ছেলে ও মেয়েদের হ্যান্ডবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট