৩১ তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের ৪ বছর পূর্তি

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩১ তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের ৪ বছর পূর্তির অনুষ্ঠান ।শনিবার (১৪ জানুয়ারী) বিকাল ৪ টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি এইচ টি ইমাম ।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ।

প্রধান অতিথি এইচ টি ইমাম সরকারের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলিকে অন্তরে ধারণ করে জনগণের সেবা করে যাওয়াই হচ্ছে তোমাদের জন্য চ্যালেঞ্জ এবং একই সাথে আশীর্বাদ । কেননা বাঙ্গালী হবার কারণেই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বকে কাছ থেকে গ্রহণ করার সুযোগ পেয়েছি । মহান মুক্তিযুদ্ধের সময়ে যে শহীদরা তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ মাতৃকাকে স্বাধীন স্বার্বভৌম দেশের মর্যাদা এনে দিয়েছেন তা যেন আজীবন আমরা মনে রেখে আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর করতে পারি ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য ডিজিটাল বাংলাদেশের কোন বিকল্প নেই । সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ অফিসারদের তথ্য প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী এবং অন্যান্য শ্রেণি পেশার মানুষ হত্যার মাধ্যমে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্যে তরুণ প্রজন্মকে আরো বেশি পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলতে হবে । সেই সাথে বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাগত দক্ষতা অর্জন করতে হবে ।

অনুষ্ঠানে ৩১ তম বিসিএস ক্যাডারের ৫ জন নবীন কর্মকর্তার ৫ টি বইয়ের এবং ক্যাডার এ্যাসোসিয়েশন কর্তৃক প্রকাশিত স্যুভিনিরের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ । এই প্রথম বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাসে সর্বাধিক অফিসারের তথ্য সম্বলিত স্যুভিনির “দ্যা লিডার” তাঁরা প্রকাশ করেন ।

মোড়ক উন্মচিত বইগুলো হলো, কবি আল – হাদীর কাব্যগ্রন্থ “দ্বিতীয় সময়”, কবি ও ছড়াকার নাজমা পারভিনের কাব্যগ্রন্থ “অদ্ভুত এইসব হালচাল”, লেখক ওয়াদুদ খানের উপন্যাস “ফ্যান্টাসি”, কবি কামরুজ্জামান কামরুলের কাব্যগ্রন্থ “একলা শালিক” এবং কবি জাহাঙ্গির কবির জুয়েলের কাব্যগ্রন্থ “মোহমায়া”। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাডারের সরকারের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

পছন্দের আরো পোস্ট