সিভাসুতে বায়ো-পাইথন বিষয়ে দুইদিনের কর্মশালা শুরু
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল বিশ্ববিদ্যালয়ে Introduction to Python Programming and Biopythonবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার সকাল ১০টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্রের ম্যাসেচ্যুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর গবেষক সৌরভ দাশ। তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক এবং এশিয়া-প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে রৌপ্য পদক ও ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। বর্তমানে তিনি এমআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ- কম্পিউটার সায়েন্স বিষয়ে গবেষণা করছেন।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বায়ো-ইনফরমেটিকস এ- কম্পিউটেশনাল বায়োলজি এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে এবং ইউজিসি’র উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সি ফর উইম্যান এর বিজ্ঞান ও ম্যাথ প্রোগ্রাম বিভাগের প্রধান প্রফেসর ড. একেএম মনিরুজ্জামান মোল্লা, ইউএসটিসি’র বেসিক বায়োমেডিকেল এ- ফার্মাসিউটিক্যালস সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আরিফুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি রিসার্চ এ- ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. কবিরুল ইসলাম খান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান হেলথ ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. এ.এম.এ.এম. জুনায়েদ ছিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি ও বায়ো-টেকনোলজি’র যুগ অতিক্রম করছে। গবেষণালব্ধ ডাটা পর্যালোচনার জন্য Python Programming গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানসমূহ এ প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে কাজ করার সুযোগ গ্রহণ করতে পারে। বক্তারা আরও বলেন, বাংলাদেশে Python Programming এর উপর এ ধরনের কর্মশালা এই প্রথম। বায়োইনফরমেটিক্সের ক্ষেত্রে এ ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা প্রতিবছর এ ধরনের কর্মশালা আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।