আংকারায় তুরস্ক-বাংলাদেশ বন্ধুত্ব সম্মেলন অনুষ্ঠিত
শনিবার (১৪ই জানুয়ারী) বাংলাদেশ একাডেমিক এসোসিয়েশন অব তার্কি ও ইয়েরলী দুশুন্জে দেরনেয়ী এর যৌথ উদ্যোগে তুরস্কের রাজধানী আংকারায় ”তুরস্ক-বাংলাদেশ : ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক” শীর্ষক “কাহভালতে” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রাস্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোয়ান এর প্রধান উপদেষ্টা ইয়ালচন তপচু প্রধান অতিথি হিসেবে এবং তুরস্ক সংসদের সংসদ সদস্য মেতিন গুনদোউদু বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামে আসন গ্রহন করেন। বাংলাদেশ একাডেমিক এসোসিয়েশন অব তার্কি এর আহবায়ক নাজমুল ইসলাম রায়হান প্রোগ্রামের সভাপতিত্ব করেন।
তুরস্ক ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। এর পর বাংলাদেশ পরিচিতি শীর্ষক দুই পর্বের প্রেজেন্টেশনের প্রথম পর্ব নিয়ে আসে তুরস্কের ট্রাবজোন ও সাকারিয়া শহর থেকে আসা সিফাত কায়সার ও মাহমুদুল হাসান। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উপর অনবদ্য উপস্থাপনায় তুরস্কে অধ্যয়নরত ১০টি ভিন্ন ভিন্ন দেশের ছাত্র-ছাত্রীরা মুগ্ধ হয়ে বাংলাদেশের পরিচিতি উপভোগ করে। ১ম পর্বের বিরতিতে এহতেশামুল, মাহমুদুল, বিল্লাল, বোরহান, দুরুল, রাকিব, সজীব, শামীম,রাশেদ এর যৌথ উপস্থাপনায় “ধন ধান্য পুষ্পে ভরা”-র সুরে হোটেল ইচকালের এর বল রুম বিমোহিত হয়ে যায়।
২য় পর্বে ঈলদিরিম বেয়াজিদ ইউনিভার্সিটিতে পি.এইচ.ডি অধ্যয়নরত নাজমুল ইসলাম রায়হান তার প্রেজেন্টেশনে প্রাকৃতিক সৌন্দরয এর লীলাভূমি বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন, সর্বশেষে মাহমুদুল হাসান এর বাংলাদেশের ডকুমেন্টারী এর মাধ্যমে প্রেজেন্টেশন শেষ হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেতিন গুনদোউদু তুরস্কের বিভিন্ন শহর থেকে আগত ছাত্র-ছাত্রীদের আংকারায় স্বাগত জানান। ১৫ই জুলাই তুরস্কের বিপদকালীন সময়ে তুর্কী জনগনের সাথে রাজপথে থাকার কথা স্বরন করে বলেন, তুর্কী স্কলারশীপে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, তোমরা ছাত্র-ছাত্রীরা কখনোই বিদেশী নও, নিজ দেশ হিসেবে তুরস্কে থাকবে; তুরস্ক তোমাদের দ্বিতীয় দেশ । তোমরা তোমাদের মেধার মাধ্যমে উভয় দেশের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
প্রধান অতিথি ইয়ালচন তপচু ১৯৭১সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বর্ণিল বাংলাদেশ পরিচিতি প্রোগ্রাম আয়োজন এর জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে অন্যায় অবিচার এর ক্রমাগত বৃদ্ধির সময় তুরস্ক এই সকল কাজের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। অন্যান্য দেশের ছাত্র সংগঠনের ন্যায় বাংলাদেশের ছাত্র-ছাত্রীরাও তুরস্কের এই কাজের সাথে সমন্বয় করে যাবে। বিভিন্ন অভ্যন্তরীন সমস্যাবলী তুরস্ক যেভাবে দমন করে যাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা নিজ দেশ গঠনের জন্য কাজ করে যাবে, বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রোগ্রামের সন্মাননা প্রদান পর্বে কারাদেনিজ টেকনিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ছাত্র মেহেদী হাসান ইমরানকে সামরিক কাজে ড্রোন ব্যবহারের প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ক গবেষনার জন্য ইয়েরলী দুশুন্জে দেরনেয়ীর পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয়।
এরপর বাংলাদেশ একাডেমিক এসোসিয়েশন অব তার্কি-র পক্ষ থেকে প্রধান অতিথি ইয়ালচন তপচু এবং বিশেষ অতিথি মেতিন গুনদোউদুকে সন্মাননা প্রদান করা হয়।
সবশেষে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা স্বীকার করে বাংলাদেশ একাডেমিক এসোসিয়েশন অব তার্কি এর আহবায়ক নাজমুল ইসলাম রায়হান প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষনা করেন।##