জাবিতে এ্যালামনাই ডে মিলনমেলা উদযাপন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এ্যালামনাই ডে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিজনেস স্টাডিজ চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রাণের টান রয়েছে সেটি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে নেই। কেউ জানেনা কে কোথায় থাকে কিন্তু এখানে সবাই সবার খোঁজ রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির প্রমুখ সহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ্যালামনাই ডে মিলনমেলার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সেলিম আল দীন মুক্তমঞ্চে দ্বিতীয় ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের সংবর্ধনা, সাড়ে এগারোটায় আলোচনা সভা, একটায় মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠান। এছাড়া বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।##