নবীনদের বরণে নোবিপ্রবি ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে অনার্স ২০১৬-১৭ শিক্ষা বর্ষের(দ্বাদশ ব্যাচ) নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে শুভেচ্ছা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

অনার্স ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের স্বপ্নের দিন ‘অরিয়েন্টেশন’ নামক বিশেষ দিনটি। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌছাতে হয় বিশ্ববিদ্যলয়ের ক্যাম্পাসে। এ দিনটিকে আরো মধুর আর অানন্দে গাথা করতে নোবিপ্রবি ছাত্রলীগ নানামুখী কার্যক্রম গ্রহন করে।

Post MIddle

তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১২.০০ টায় ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্তর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে একাডেমিক ভবন-১, একাডেমিক ভবন-২, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় টিএসসিতে এসে সমাবেত হয়। এ সময় সকল আবাসিক হল শাখার নেতৃবৃন্দ, কর্মী ও নবাগতদের আগমনে পুরো ক্যাম্পাস “জয় বাংলা” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নেতা অমর্ত্য মজুমদারের নেতৃতে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা অমর্ত্য মজুমদার নবাগত ছাত্রদের সাথে মতবিনিময় কালে বলেন “তোমরা ভালভাবে পড়াশুনা ও নিয়মিত ক্লাস করবে, স্যারদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, যে কোন প্রকার সমস্যা সরাসরি অামাদের কাছে জানাবে। মনে রাখবে, “শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন এ ছাত্রলীগ। ছাত্রলীগের জন্ম হয়েছিল সাধারন ছাত্রদের সমস্যা ও দাবি অাদায়ের লক্ষ্যে”

পছন্দের আরো পোস্ট