ঢাবিতে স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী ও যুব সম্মেলন
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ-এর উদ্যোগে “স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী ও যুব সম্মেলন” উপলক্ষে আলোচনা সভা, বিবেকানন্দ বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠান ১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফ্র আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন ভারতের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি শ্রীমৎ দিব্যানন্দজী মহারাজ এবং রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।#