বাকৃবিতে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার থেকে ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে  শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়েরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী পুনর্মিলনী উদ্বোধন করেন।
Post MIddle
পরে পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন  সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের ডিরেক্টর মি. শামসুল আরেফিন খালেদ।
পছন্দের আরো পোস্ট