১৯ জানুয়ারি জাবিসাস নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির নির্বাচন আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাবিসাস কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি (রোববার) প্রাথমিক ভোটর তালিকা প্রকাশ এবং ১১ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত ভোটার তালিক প্রকাশ করা হবে।
এছাড়া মনোনয়পত্র সংগ্রহ ও জমাদান আগামী ১১ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৫ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত চলবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি (সোমবার)। নয়টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।