
ইবি শিক্ষক সমিতির দায়িত্ব গ্রহণ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনিবাহী পরিষদে সদ্য নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার বেলা ১১টায় শিক্ষক সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব গ্রহণ করেন।প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. এয়াকুব আলীসহ বিদায়ী ও নবনির্বাচিত শিক্ষক নেতৃবৃন্দ।
