
হাবিপ্রবিতে ‘বায়োরেমিডিয়েশন অব টক্সিক মেটাল’ বিষয়ক সেমিনার
আজ (৫ জানুয়ারি ) বৃহস্পতিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ ‘বায়োরেমিডিয়েশন অব টক্সিক মেটাল’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন।
সেমিনারে মূল বক্তব্য উপাস্থাপন করেন সুইডেন-এর সব্দে বিশ্ববিদ্যালয়ের মলিকুলার বায়োলজি’র প্রফেসর ও হেড অব ফিজিওলজি এন্ড টক্সিকোলজি রিসার্চ প্রফেসর ড. আবুল মন্ডল।
বিশ্ববিদ্যারয়ের পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়-এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে তরণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন আর্সেনিক দুষণ বাংলাদেশের জন্য এক বড় সমস্যা। এ বিষয়ে গবেষণার জন্য সুইডেনের সব্দে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল মন্ডলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর ড. আবুল মন্ডল তরুণ বয়সে উচ্চ শিক্ষার জন্য সুইডেনে পাড়ি দিয়েছিলেন। উচ্চ শিক্ষা গ্রহণ করে সেখানে তিনি শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।
তিনি তার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী অনেক তরুণকে উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছেন। ভবিষ্যতে তিনি হাবিপ্রবি’র শিক্ষার্থীদের ইউরোপে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ করে দিবেন-আমি এ আশাবাদ ব্যক্ত করছি।