শুরু হচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল

দেশে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৭। রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গনে ৬ জানুয়ারি সকাল ১১টায় শুরু হয়ে ফেস্টিভ্যাল চলবে ৭ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত। ‘মিস্টার নুডলস’ এর পৃষ্ঠপোষকতায় দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)।

এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জননন্দিত কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি জনাব মোশতাক আহমেদ।

“এসো এসো, সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৭ তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের রোবট এলিয়েনের অজানা জগতে”- স্লোগান নিয়ে অনুষ্ঠেয় ফেস্টিভ্যালে থাকছে বই মেলার আয়োজন। মেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞান বিষয়ক বই ২৫%কমিশনে কেনা যাবে । উৎসবের সর্বোচ্চ সংখ্যক বই ক্রেতাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।

Post MIddle

সায়েন্স ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ মানুষের মতো দেখতে রোবট ‘ইবো’। রোবটটি মানুষের মতো কথা বলে মেলায় আগত দর্শনার্থীদের মুগ্ধ করবে।

মেলা উদ্বোধনের দিন সকাল এবং বিকেলে ড. মুুহম্মদ জাফর ইকবাল, আহসান হাবীব, মোশতাক আহমেদ, ডা. মিজানুর রহমান কল্লোল, দীপু মাহমুদ, রকিবুল ইসলাম মুকুল, নাসিম সাহনিক, শরিফ উদ্দীন সবুজ, আসিফ মেহদীসহ অনেক জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক উপস্থিত থাকবেন। মেলায় আগত দর্শনার্থীরা তাদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময়ের সুযোগ পাবেন।

এছাড়াও এবারের ফেস্টিভ্যালে গত দুবছরের কার্যক্রমের মূল্যায়ন করে ৫ জনকে ক্রিয়েটিভ সদস্য সম্মাননা, সায়েন্স ফিকশন লেখক দীপু মাহমুদকে সায়েন্স ফিকশন সাহিত্য পুরষ্কার-২০১৫ প্রদান, সিমিউলেশন ভিডিও গেম প্রতিযোগিতা, মাস্টার টাইপার প্রতিযোগিতা, আসিফ চৌধূরিকে সায়েন্স ফিকশন ছোটগল্প লেখার জন্য পুরষ্কার, বিজ্ঞান আনন্দ পত্রিকার মোড়ক উন্মোচন, সায়েন্স ফিকশন লেখকদের সাথে আড্ডা, এলিয়েন উৎসব, সায়েন্স ফিকশন বইমেলা, সর্বোচ্চ বইক্রেতাদের জন্য বিশেষ পুরষ্কার, রিমোট কন্ট্রোল গাড়ি চালানো প্রতিযোগিতা, ড. মুহম্মদ জাফর ইকবাল স্যার কে সম্মাননা, বিখ্যাত ক্যারেকটার এবং রোবট, এলিয়েনদের টুডি ইমেজের সাথে ছবি তোলার এবং সায়েন্স ফিকশন সোসাইটির সদস্য হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে এই আয়োজনে।

দ্বিতীয়দিন থাকছে ড. মুহম্মদ জাফর ইকবালকে সায়েন্স ফিকশনে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠান । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি । অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ও এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। সম্মাননা প্রদানের পরই লেজার শো এবং সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে এলিয়েন উৎসব। শিক্ষার্থীদের স্বহস্তে তৈরি কিংবা আঁকা এলিয়েনের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ এলিয়েন নির্মাণকারী শিক্ষার্থীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সবশেষে এলিয়েনদের উড়িয়ে দেয়া হবে মহাশূন্যের উদ্দেশ্যে! এর মাধ্যমে দুদিনের এই তারুণ্যের উৎসবের পরিসমাপ্তি করা হবে।

পছন্দের আরো পোস্ট