‘পুসাব মেধাবৃত্তি পরীক্ষা- ২০১৬’ এর ফল প্রকাশ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) কর্তৃক আয়োজিত ‘পুসাব মেধাবৃত্তি পরীক্ষা- ২০১৬’ এর ফল প্রকাশ হয়েছে। আজ (বৃহষ্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ফল প্রকাশ হয়। সপ্তম, নবম ও দশম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
৭ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেছে বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়ের অন্তর সরকার, ২য় স্থানে পলাশ উচ্চবিদ্যালয়ের ফারহানা তাবাসসুম, যৌথভাবে ৩য় হয়েছে ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়ের সাদিয়া ও পলাশ উচ্চবিদ্যালয়ের বিভা দেবনাথ স্বর্ণা। এ শ্রেণিতে বাকিরা হলো- নাহিদুল হক সোয়েব (ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়), মো. রিপন মিয়া (রতারগাঁও উচ্চবিদ্যালয়), হেলেনা আক্তার (ধনপুর আছমত আলী পাবলিক উচ্চবিদ্যালয়), তোফাজ্জল হোসেন (কাটাখালী পাবলিক উচ্চবিদ্যালয়), মো. তারেক মিয়া (সাঁতগাঁও উচ্চবিদ্যালয়), বাধঁন তালুকদার (বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়), লিংকন পাল অপু (পলাশ উচ্চবিদ্যালয়) এবং পূজা রানী তালুকদার (মুরারীচাঁদ উচ্চবিদ্যালয়)।
৯ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেছে পলাশ উচ্চবিদ্যালয়ের নবনীতা নাথ পূজা, ২য় স্থানে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের নাফিসা তাবাসসুম, ৩য় স্থানে শক্তিয়ারখলা উচ্চবিদ্যালয়ের মাফিয়া রহমান বর্ষা। এ শ্রেণিতে বাকিরা হলো- আফিয়া আফরোজ (রতারগাঁও উচ্চবিদ্যালয়), সজীব সরকার (পলাশ উচ্চবিদ্যালয়), মোছা. কোহিনূর আক্তার মধু (রতারগাঁও উচ্চবিদ্যালয়), অনিক পাল (পলাশ উচ্চবিদ্যালয়), সোনিয়া আক্তার (পলাশ উচ্চবিদ্যালয়) এবং সবুরা আক্তার (রতারগাঁও উচ্চ বিদ্যালয়)।
১০ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেছে রতারগাঁও উচ্চবিদ্যালয়ের মো. মিজানুর রহমান, ২য় স্থানে বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়ের দুর্জয় বর্মণ, ৩য় হয়েছে রতারগাঁও উচ্চবিদ্যালয়ের মো. নুরুল আমিন। বাকিরা হলো- নুসরাত জাহান জেরিন (বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়), পিনাক দাশ (বিশ্বম্ভরপুর মডেল উচ্চবিদ্যালয়), মো. রাসেল মিয়া (শক্তিয়ারখলা উচ্চবিদ্যালয়), মো. হৃদয় মিয়া (রতারগাঁও উচ্চবিদ্যালয়), মোছা. রবিছা আক্তার (পলাশ উচ্চবিদ্যালয়) এবং মোছা. নার্গিস আক্তার (কাপনা জালালিয়া দাখিল মাদরাসা)।
পুসাবের সাধারণ স¤পাদক আরাফ আহমদ জানান, বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদানের অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া কোন তথ্য জানতে ০১৭৩৪৩০৩৭২৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ তারিখে উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩ শ্রেণির দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য, পুসাব বিভিন্ন সময় স্কুল ও কলেজের শির্ক্ষাথীদেরকে নিয়ে মোটিভেশনাল প্রোগ্রাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ বিভিন্ন ধরণের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।