ঢাবি জীববিজ্ঞান অনুষদে ডিনস্ এ্যাওয়ার্ড পেল ৬৬জন
২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত ৮টি বিভাগের ৬৬জন মেধাবী শিক্ষার্থীকে “ডিনস্ এ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। এ বছর ২১ জন ছাত্র এবং ৪৫জন ছাত্রী এই এ্যাওয়ার্ড লাভ করেন। আজ (৫ জানুয়ারি ২০১৭) বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন।
জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যানগণ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠতে আত্মশুদ্ধির চর্চা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার সঙ্গে সততা ও দেশপ্রেমের সংমিশ্রণ ঘটাতে হবে। মানবসভ্যতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে তাদের মানবিক মূল্যবোধে দীক্ষিত হতে হবে। মানবিক শিক্ষার অভাবেই সমাজ তথা বিশ্বে জঙ্গিবাদের বিস্তৃতি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের হাসিনা তাসমিন মৌটুসী, মিথুন কুমার সাহা, ফারিহা ফারজানা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইশরাত জাহান বন্যা, চন্দন কুমার দাস, মো: ইব্রাহীম খলিল, মো: হাসান শেখ, জাকিয়া সুলতানা জুঁই, আফসানা হোসেন, মুহাম্মদ মাহমুদ হাসান, খাজা মারজিয়া মৌ, ফারজানা আক্তার জ্যাক, প্রাণিবিদ্যা বিভাগের নুসরাত জাহান সানজিদা, মুমতাহিনা মুহাম্মদ, সাদিয়া সুলতানা, ফাহমিদা সরকার, ফাতিমা আকতার, নিগার সুলতানা, জে.বি.এম. আয়শা আকতার, চৈতী মোদাক, নুসরাত জাহান তুশি, মো: জিয়াউদ্দিন আল মামুন, রাশনা শারমিন, এস.এম. আনোয়ার হোসেন পলাশ, মেহজাবিন রহমান, মৌসুমী আক্তার, তৃষা রানী সিংহ রায়, তাসলিমা আকতার লিমা, ফারহানা নাজনীন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের তালিতা জাহিন চৌধুরী, হামিদা নওরীন মাহমুদ, প্রতুপ কুমার সরকার, আফতাব উজ জামান নুর, নুসরাত জাহান নোভা, আর-রাফি মো: ফয়সাল, তোহফা কবির, মনোবিজ্ঞান বিভাগের সুমাইয়া আলী রাইসা, অণুজীব বিজ্ঞান বিভাগের আয়েশা রহমান, নাদিরা নাজনীন রাখি, এস. এম. তানজিল শাহ, যুথী বিশ্বাস, অনিকা শিমন্থি, শারমীন আক্তার, এ.এস.এম রুবাইয়েত-উল-আলম, শাহনাজ সুলতানা, রিফাত পারভীন, মো: আবু সায়েম খান, আখিনুর রহমান, মো: বেলাল হোসেন, তুষার-আল-আরাফাত, মো: সাজিদ হাসান, মোশাররাত জাহান প্রিমা, শারমিন আহমেদ, আতিয়া বিনতে আমিন, খোন্দকার মো: জামিনুর রহমান, সুবর্ণা সন্ধানী দে, উম্মে তামান্না ফেরদৌস, সাইয়েদা বে-নজির, নওরিন তারান্নুম, মৎস্য বিজ্ঞান বিভাগের মো: মোস্তাভি ইনান ইশিক, সাদিয়া আফরিন আঁখি, জাকির হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মো: শমির মোন্তাজিদ, হাসান আল রেজা, আফসানা ভূূঁইয়া তমা এবং তাসমিয়া ইসলাম।