জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ কর্তৃক আজ আয়োজিত ÔCognitive Coaching and Mentoring – Making Faculty Better, NOT Bitter! শীর্ষক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে নতুন চিন্তা ও তত্ত্ব উৎপাদন করা। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের উচ্চশিক্ষা মানোনয়ন প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করছে।

Post MIddle

উপাচার্য আশা প্রকাশ করেন যে, দর্শন বিভাগের কর্মশালা থেকে জ্ঞানের নতুন তত্ত্ব আবিস্কার হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ওয়েনে স্টেট বিশ্ববিদ্যালয়ের Wayne State University, USA অধ্যাপক ড. হারুন রশিদ। দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি অধ্যাপক তারেক চৌধুরী।

পছন্দের আরো পোস্ট