হাবিপ্রবি স্কুলে বই উৎসব

‘শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় উৎসবমূখর পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১ টায় হাবিপ্রবি স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. এস.এম. হারুন-উর-রশীদ।

Post MIddle

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিসারিজ অনুষদের ডীন ড. মোহাম্মদ ফেরদৌস মেহবুব ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রোজীনা ইয়াসমিন লাকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিপ্রবি স্কুলের প্রধান শিক্ষক মো. আব্বাসুজ্জামান। এ সময় স্কুলের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট