ইউজিসি চেয়ারম্যানের জাবি প্রকল্প পরিদর্শন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংক ও বিডিরেন কম্পোনেন্টের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Post MIddle

বেলা এগারোটায় প্রকল্প পরিদর্শনের আগে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে তাঁর অফিস কক্ষে দেখা করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিষয়ে খোঁজ-খবর নেন।

উপাচার্য মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শনে আসায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট