স্বপ্নবাজদের জন্য অামাদের স্বপ্ন শীর্ষক রচনা প্রতিযোগিতা
তরুন/ তরুণী স্বপ্নবাজদের স্বপ্ন নিয়ে কাজ করছেন ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুর ইসলাম।এলাকার তরুন তরুনীরা কি স্বপ্ন দেখছে অার তাদের স্বপ্ন পুরনে কি করনীয় তা মূলত শেকড় থেকে জানতে তিনি অয়োজন করেছেন এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা।
চাঁদগা,পাচলাইশ,বাইজিদ থানার আওতায় ১০ থেকে ১২ শ্রেণীতে পড়ুয়া ছাত্র ছাত্রীরা নিজের জীবনে কি স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নপুরনে করনীয় ঠিক করতে ‘অামাদের স্বপ্ন’ শীর্ষক এক রচনা প্রতিযোগিতার এ অায়োজন।
প্রতিযোগীতার মাধ্যমে প্রতি থানা থেকে ১০ জন করে মোট ৩০ জন স্বপ্নবাজকে নিয়ে গড়ে তোলা হবে স্বপ্নবাজদের দল এবং তাদের স্বপ্ন পুরনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ও অার্থিক প্রনোদনার মাধ্যমে স্বপ্নপুরনের কাছাকাছি নিয়ে যাওয়া হবে।
সাদা কাগজে নিজ হাতে ৫০০ শব্দের বাংলায় লিখিত রচনা PDF FORMAT এ অাগামী ৩০/০১/২০১৭ এর মধ্যে syednurul3@gmail.com e পাঠাতে হবে
অথবা নিম্নোক্ত ঠিকানায় পাঠানো যাবে
প্রধাম নির্বাহী কর্মকর্তা
ওয়েল গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ
রাওয়া কম্প্লেক্স(লেবেল ৯)
ভিঅাই রোড,মহাখালী,ঢাকা-১২০৬।