ঢাবি আইবিএ’র সুবর্ণজয়ন্তী উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আজ (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। মিলনায়তন চত্বর সাজানো হয় মনোরম সাজে। ইনস্টিটিউটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সমবেত হন মিলনায়তনে। ওসমানী স্মৃতি মিলনায়তন পরিণত হয় নবীন-প্রবীণের মিলনমেলায়। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএ এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার পরিবেশ বিঘিœত করলে ছাত্রলীগের নেতাকর্মীসহ কাউকে ছাড় দেওয়া হবেনা। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্যও তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, এখানে শিক্ষার্থীদের চেয়ে পরীক্ষার্থী বেশী। সার্টিফিকেট অর্জনই অনেক পরীক্ষার্থীর মূল লক্ষ্য। তিনি বলেন, শিক্ষা হতে হবে জীবন গড়ার জন্য, জীবিকার জন্য নয়। দলীয় রাজনীতি থেকে শিক্ষকরা বিরত থাকলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলেও তিনি মন্তব্য করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সুবর্ণ জয়ন্তী উৎসবে আইবিএ এ্যালামনাইদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মহান মুক্তিযুদ্ধসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আইবিএ’র অনন্য অবদান তুলে ধরে তিনি বলেন, আইবিএ’র তৎকালীন মেধাবী শিক্ষার্থী খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া ১৯৭১সালে মুখোমুখি যুদ্ধে পাকিস্তানী বাহিনীর গুলিতে শহীদ হন। এই বীর শহীদের স্মৃতি রক্ষার্থে আইবিএ’র একটি ভবনের নাম শহীদ নিজামের নামে করা হবে বলে তিনি উল্লেখ করেন।