কুয়েটে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় কুয়েট উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, তওই কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খুলনা এম এল বি মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি এম শহিদুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী-কে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।