কুবির’দত্ত হলে বিজয় দিবস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বিজয় দিবসের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার রাত ৮টায় হলের খেলাঘওে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদের সঞ্চালনায় ও হলের প্রাধ্যক্ষ ড. কাজী মো: কামাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কুন্ডু গোপীদাসসহ অন্যান্য আবাসিক হলের প্রাধ্যক্ষবৃন্দ। এছাড়াও ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজসহ অত্র হলের আবাসিক শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজিত অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও বিজয়ের প্রথম প্রহর থেকে শুরু হওয়া বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিজয়ীদের পুরষ্কার প্রধান করা হয়। ধারাবাহিক আয়োজনগুলোর মধ্যে ছিল- টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কার্ড, ক্যারাম (একক ও দ্বৈত)। পুরস্কার বিতরনী পর্বে সবগুলো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ-দের হাতে আগত অতিথীরা পুরস্কার তুলে দেন।

Post MIddle

এসময় অতিথিদের বক্তব্য পর্বে বক্তারা এই ধরনের উৎসাহ-উদ্দীপনাপূর্ণ আয়োজনকে প্রতিবছর চালিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সুদৃষ্টি কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হল কর্তৃপক্ষ কর্তৃক একটি সম্মাননা স্মারক প্রধান করা হয়। এরই সাথে হল প্রাধ্যক্ষ ড. কাজী মো: কামাল উদ্দিনকে সম্প্রতি অর্জিত ডক্টরেট ডিগ্রি’র জন্য একটি সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

প্রসঙ্গত: পুরষ্কার বিতরণী ও আলোচনা পর্বের শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পারফর্ম করেন বিশ্ববিদ্যালয়ের গানের দল ‘প্রতিবর্তন’ ও একমাত্র ব্যান্ডদল ‘প্ল্যাটফর্ম’।

পছন্দের আরো পোস্ট