শাবিতে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শন

sust-picশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবি প্রেসক্লাবের আয়োজনে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক দুই দিনব্যপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

Post MIddle

উদ্বোধনের সময় উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধের নানা অজানা বিষয় ও পাকিস্তানিদের বর্বরতা এর মধ্য দিয়ে অনেকাংশেই উঠে এসেছে। দেশকে সচল রাখার স্বার্থে সাংবাদিকরা প্রত্যক্ষ ভুমিকা রাখছে প্রতিটা ক্ষেত্রে। তিনি শাবি প্রেসক্লাবের সফলতা কামনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবি সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন, , সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. নারায়ণ সাহা, আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম হাসান জাকিরুল ইসলাম, উদ্যান ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. এ জেড মঞ্জুর রশিদ, পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের প্রধান ড. ফরহাদ হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল, সহকারী প্রক্টর আলমগীর কবির, আবু হেনা পহিল, তারিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সহ-সভাপতি মনিরুজ্জামান, শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল, সহ সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু, সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি স্বন্ধ্যায় ‘নাইন মান্থস টু ফ্রিডম’ শীর্ষক তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট