জাতীয় স্মৃতি সৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৬ ডিসেম্বর ২০১৬, শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসোধে ও ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলমের নেতৃত্বে পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, ড. মো. জিল্লুর রহমান, মো. মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরগণ, ঊর্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট