বর্ণাঢ্য আয়োজনে ড্যাফোডিলে বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা আর জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তন অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরীর নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানে হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক লিজা শারমিন,উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাবিবর আহমেদ পলাশসহ বিশ্ববিদ্যালয়ের উধ্বৃতন কর্মকতা বৃন্দ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাব সমূহের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালী শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে সমবেত কন্ঠে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশক করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও দেশাত্ববোধক গান ও অল স্টার ড্যাফোডিলের আয়োজনে নৃত্য-নাট্য পরিবেশিত হয়।
এছাড়া ডি আই ইউ ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা বিজয় দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী “৪৫ এর ১৬”শীর্ষক ফেসবুক প্রোফাইল পিকচার তোলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ এম এম হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক স্টুডেন্ট এফেয়ার্স সৈয়দ মিজানুর রহমান ও টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রধান মাহাবুব পারভেজ।##