ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির মহান বিজয় দিবস পালন

মহান বিজয় দিবস উপলক্ষে আজ (শুক্রবার) গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্পণ, কুচকাওয়াজে অংশগ্রহণ, দেওয়াল পত্রিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে কলেজ শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে।

Post MIddle

অন্যদিকে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির পৃথক দুটি দল শহীদ বরকত স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে অংশগ্রহণ করে। স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজে শিশুদের সালাম গ্রহণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও পুলিশ সুপার হারুন অর রশিদ। কুচকাওয়াজে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় ও কচি-কাঁচা একাডেমি তৃতীয় স্থান অর্জন করে।

সোসাইটির সদস্য সচিব সিরাজুল হকের সভাপতিত্বে রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবু তালেব, ক্রীড়া শিক্ষক মিঠুন সিদ্দিকী, জুনিয়র শিক্ষক রুমা ভৌমিক, নবম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসান মিদুল ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানজুমা আক্তার দিপ্তী। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সাবরা খাতুন। এছাড়া নবম শ্রেণির শিক্ষার্থী আনিকা তাহ্সিনের সম্পাদনায় ‘স্পার্টাকাস ৭১’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট