মানবতার সেবায় তুরস্ক প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা

মানুষ মানুষের জন্য। একজন মানুষের বিপদে অারেকজন এগিয়ে অাসবে – সমাজের এ দাবির বাস্তব প্রতিফলন দেখালেন তুরস্কে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। সিরিয়ার অালেপ্পোতে চলমান মানবতার মহা দুর্যোগে সহযোগিতার অংশ হিসেবে প্রত্যেকে তাদের সাধ্যমত নগদ অর্থ (টার্কিশ লিরা) একত্রিত করে অালেপ্পোতে জরুরী ত্রাণ সরবরাহে নিয়োজিত তুরস্কের সর্ববৃহৎ মানবাধিকার সংস্থা ‘ইহাহা’ (হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন)র নিকট গতকাল প্রদান করেছে যা ইতোমধ্যে সিরিয়াতে পৌঁছেছে বলে জানা গেছে।অানকারার ইলদিরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী হিসেবে এ সহযোগিতার ক্ষুদ্র একটি অংশ হিসেবে অবশ্যই অামি নিজেও গর্বিত।

Post MIddle

বিদেশের মাটিতেও বাঙালীরা যে সর্বদা মানবতার পক্ষে তারা তা দেখিয়ে দিল,বাঙালীর বিজয়ের এ মাসে মানবতা অর্জন করলো অারেকটি বিজয়। অালেপ্পোতে চলমান নৃশংসতা বর্তমান ভয়াবহ রুপ ধারন করেছে। তুরস্কের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিরা তাদের মানবিক দায়িত্বের অংশ হিসেবে স্ব-উদ্যোগে অর্থ সংগ্রহ করে অালেপ্পোতে ত্রাণকার্যে নিয়োজিত কয়েকটি সংস্থার কাছে হস্তান্তর করছে। তারই অংশ হিসেবে বাংলাদেশী শিক্ষার্থিরাও তাদের মানবিকতার স্বাক্ষর রাখল। ‘তুর্কি দিয়ানেত ভাকফি’ এবং ‘ইহাহা’ মূলত এগুলো সমন্বয় করছে।##

পছন্দের আরো পোস্ট