বাকৃবিতে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যদায় ও ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।  মুক্তিযুদ্ধে নিহত অগণিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের অনুপ্রেরণার উৎস । দীর্ঘ ন’মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এক সাগর রক্ত ও অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করি অগণিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের যাঁরা অকাতরে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। সশ্রদ্ধচিত্তে স্মরণ করি-স্বাধীনতার প্রবাদ পুরুষ জাতির-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর অবিসংবাদিত নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং জন্ম হয় বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের।

Post MIddle

বিজয় দিবসের অনুষ্ঠানের মধ্যে ছিল ১৬ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ হতে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ভাইস-চ্যান্সেলর কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর। পরে শিক্ষক সমিতির পরিচালনায় ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য সংগঠন ও সংস্থা কর্তৃক মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্প স্তবক অর্পণ। সকাল ১০টায় টিএসসি মিনি কনফারেন্স হলে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফে

সর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ,কে বি আই কলেজ, কে বি হাই স্কুল, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, মহিলা সংঘ, অফিসার পরিষদ, বাকৃবি কর্মচারি সমিতি ও কর্মচারি পরিষদ, বাকৃবি কারিগরি কর্মচারি সমিতির উদ্যোগে প্রীতি খেলাধূলা, বিভিন্ন আবাসিক হলে নিজ নিজ হলের কর্মসূচি অনুযায়ী প্রীতি খেলাধূলা ও পুরস্কার বিতরণী।

দিবসের অন্যান্য কর্মসূচি ছিল দুপুর ১টায় সকল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অবনমন এবং সন্ধ্যায বিশ্ববিদ্যালয় বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপনায় প্রশাসনিক ভবন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ আলোকায়ন। ##

পছন্দের আরো পোস্ট