
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৯.৩০ মিনিটে জাতির বীর সন্তানদের স্মরণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই সাংবাদিক সংগঠনটি।
সমিতির সহ-সভাপতি এস এম আহমেদ মনি ও সাধারণ সম্পাদক মেহেদী তারেকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ক্যাম্পাসের সাংবাদিকরা ছাড়াও গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ ও উপদেষ্টা ওমর ফারুক সোহান এসময় উপস্থিত ছিলেন।#
আরএইচ