ফারুক খানের কবিতা ‘একাত্তর থেকে বর্তমান’
আবারো এলো বিজয়
একাত্তর থেকে বর্তমান নিত্য উদয়মান
সূর্যের মতোই উজ্জ্বল, চন্দ্রের মতোই
স্বাধীনচেতায় নিত্য নিয়মে আলোকজ্জ্বল।
সাত থেকে ষোল কোটি প্রাণের সঞ্চার
বৃক্ষের পাতায় নিত্য ভাসমান
সকালের শিশিরের প্রত্যহ সূর্য স্নান
ফিরে এসেছে বঙ্গবন্ধু ফিরে এসেছে প্রাণ।
আমি, তুমি, তোমরা, মায়েরা
সন্তানের সফল বলিদানে পিতার আর্তনাদ।
একাত্তরের চিঠিতে এক সাগর অশ্রুজল
আমি কাঁদি, পিতাও কাঁদে হাস্যজ্জ্বল।
আমি ডিসেম্বর দেখেছি, বিজয় দেখেছি
বঙ্গবন্ধুকেই পাই একাত্তর থেকে বর্তমান।
- ফারুক খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়