নর্থ সাউথে বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবসে মুক্তির আনন্দে অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দিন ব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এরপর বেলা ১১টায় বিজয় দিবসের বিশেষ আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রির রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এবং বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। এছাড়া এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মাদ শাহজাহান, এম. এ. কাশেম, এম. এ. হাশেম, কোষাধ্যক্ষ ড. গৌর গোবিন্দ গোস্বামী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, ‘১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত সরকার ছিল বাংলাদেশের প্রথম এবং পুরনাঙ্গ সরকার। এটি কোন অস্থায়ী বা প্রবাসী সরকার ছিল না। পরবর্তীতে এ সরকারের দক্ষ নেতৃতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে’। এছাড়া বিভিন্ন বন্ধু প্রতিম রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে স্বাধীনতা যুদ্ধে নানা ভাবে সহযোগিতা করার কথা স্মৃতিচারণ করেন।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন,‘ একটি দেশের ভিত্তি হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এ স্বাধীনতা শুধু মাত্র অস্ত্রের মাধ্যমে অর্জিত হয়নি। এর পিছনে অন্তর্নিহিত ছিল সাত কোটি দেশ প্রেমিকের ভালবাসা যা অপরিসীম শক্তি হিসেবে কাজ করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে’।