অপূর্ব বিজয়

শত্রু মোকাবিলা করতে গিয়ে
তোমার সংগ্রাম শুরু।
স্বাধীন পতাকা ছিনিয়ে
চমকিয়েছো বিশ্বের ভুরু ।
সবুজের বুকে রক্তের আল্পনা আকাঁ চিত্রে।
বাংলাদেশ ঠাই পেল বিশ্ব মান চিত্রে।
স্বাধীনতা তুমি মোরে দিয়েছো বীরের পরিচয়
তুমি মোরে দিয়েছো অপূর্ব বিজয়।
সে দিন নিঃশেষে প্রান
করিল দান বাংলা মায়ের মুক্তি, সোনার সন্তান।
সে দিন রক্তের জোয়ারে ভেসেছে রাজধানী।
পিপাসার মুখে কেউ পায়নি পানি।
ভেসেছে জমীনে স্বজনের হাহাকার
করেছে ওরা নিষ্ঠুর অনাচার।
ভাই বোন কত যে করে হত্যা।
ওরা আর কেউ নয় পাকিস্তানি জ্যান্তা।
ধর ধর কাঁপতে থাকে,
সোনার বাংলার মাঠঘাট।
চার দিকে গুলির আওয়াজ ফাট ফাট।
বাঙালি কৃষক শ্রমিক ছাত্র কেউ নয় আপশের পাত্র।
মাটি দিবো না থাকিতে জান চিল মুখে এই স্লোগান।
পরে গোলা গুলির অবসান হইল।
বাংলা স্বাধীন হয়ে রইল।

পছন্দের আরো পোস্ট