সাদার্নে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও বুদ্ধিজীবী দিবস পালিত

দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সাদার্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী(সাঃ) ও শহীদ বুদ্ধিজীবী দিবস।

গতকাল (১৪ ডিসেম্বর) বুধবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রফেসর এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর মহিউদ্দিন চৌধুরী, শিক্ষকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post MIddle

কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর আদর্শকে বুকে ধারণ করে ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে শান্তিময় জীবন গঠন করার তাগিদ দেন বক্তারা।

এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।

পছন্দের আরো পোস্ট