শহীদ বুদ্ধিজীবী দিবসে ইসলামী ব্যাংকের দোয়া
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০১৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে দো‘আ মাহফিলের আয়োজন করা হয়। দো‘আ ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দিন।
ব্যাংকের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবদুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মুক্তিযোদ্ধা মো. জয়নুল আবেদীন ও আইসিবি প্রতিনিধি এসএসএম কামাল, ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ মাহফিলে উপস্থিত ছিলেন।#
আরএইচ