বাউবি’র বিএ-বিএসএস প্রোগ্রামের ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৫ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ৩৭,০২৭ (সাঁইত্রিশ হাজার সাতাইশ) জন। উত্তীর্ণ শিক্ষার্থী ২৫,৩৫৯ (পঁচিশ হাজার তিনশত ঊনষাট) জন। পাশের হার ৬৮ দশমিক ৪৯।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৩,৮৯৭ (তের হাজার আটশত সাতানব্বই) জন ছাত্র এবং ১১,৪৬২ (এগার হাজার চারশত বাষট্টি) জন ছাত্রী।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরাক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং Semester বিস্তারিত ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমে চুড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11 digits without any space, for example 13010810001) লিখে বাংলালিংক থেকে ২৭০০ নাম্বারে পাঠাতে হবে।