বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়রের সমাপনী আজ
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় “ইনকনট্রেড লিমিটেড বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়র-২০১৬” (১৫ ডিসেম্বর ২০১৬) বৃহস্পতিবার দুপুর ১ টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স) সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হতে যাচ্ছে।
জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন, এম.পি, মাননীয় চেয়ারম্যান, ইনকনট্রেড লিমিটেড উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু।
ফাইনাল খেলা সমূহ শুরু হবে সকাল ৯.০০ টা থেকে।
আরএইচ