চুয়েটে বিজয় দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

CUET_logo_transparentচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকালে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

Post MIddle

অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবর জিয়ারত, মহান বিজয় দিবসের উপর আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের ক্রিড়া প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া কর্মকর্তা বনাম কর্মচারীদের প্রীতি ক্রিকেট ম্যাচ, শিশু-কিশোরদের কবিতা, আবৃত্তি ও দেশাত্মবোধক গান, শিক্ষক বনাম ছাত্রদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ, স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া সহ শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণীর কর্মসূচী হাতে নিয়েছে প্রশাসন।

পছন্দের আরো পোস্ট