শহীদ বুদ্ধিজীবী দিবসে সিভাসুর শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবসে পাহাড়তলী বধ্যভূমিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। আজ ১৪ ডিসেম্বর সকাল ৭.৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ-এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীগণ র‌্যালী সহকারে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

Post MIddle

এর আগে সকাল ৭.১৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পাহাড়তলী বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, প্রগতিশীল সমমনা শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বধ্যভূমিতে সংক্ষিপ্ত ভাষণে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশকে মেধাশূণ্য করার উদ্দেশ্যে পাক হানাদার বাহিনী রাজাকার-আলবদর বাহিনীর সহযোগিতায় এদেশের কৃতিসন্তানদের নির্মমভাবে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের তারা নির্মমভাবে হত্যা করেছিল। জাতি আজ গভীর শ্রদ্ধাভরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর গৌতম কুমার দেবনাথ, অফিসার সমিতির সভাপতি মো. আবুল কালাম, বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ.কে.এম সাইফুদ্দিন, পিআরটিসি পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, গবেষণা পরিচালক প্রফেসর ড মো. কবিরুল ইসলাম খান, প্রফেসর ড. জুনায়েদ ছিদ্দিকী, প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, ড. মনিরুল ইসলাম, ড. আজিজুন্নেছা প্রমুখ।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট