বশেমুরবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

img_6586বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের হল রুমে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক রাজিউর রহমান ও বাংলা বিভাগের প্রভাষক সানজিদা হক মিশু।

Post MIddle

অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। স্মরণ সভায় অন্যান্যের বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, অতিরিক্ত প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, ইংরেজি বিভাগের সভাপতি সুকান্ত বিশ্বাস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি মোঃ রোকনুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক ছায়েদা মাহমুদা, মার্কেটিং বিভাগের প্রভাষক ইমরান হোসেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থী অভিজিৎ, শশী ভূষাদ, আল আমিন, ফাহমিদা নিশা প্রমুখ
স্মরণ সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

স্মরণ সভার সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করেন। স্মরণ সভার পরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনায় শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট